মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা

রংপুরের মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে রবিবার দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজিবীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও নাশকতাকারীদের ধরিয়ে দিন।

এজন্য সরকারের তরফ থেকে সকল প্রকার সহায়তা করা হবে। আপনারা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ গড়ে তুলুন। ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। আমরা চাইনা নাশকতার ঘটনা আর ঘটুক।

বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশিদের সভপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৭নং লতীবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার শহিদুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই