মিঠাপুকুরে শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে শেয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার দূর্গামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সিনথিয়া (৬) ও শিশুশ্রেণীর ছাত্র নাজমুল (৪)। শুক্রবার সকালে বিদ্যালয়ের পড়া শেষ করে মনের আনন্দে খেলছিল বাড়ির পাশে একটি মুরগীর খামারের কাছে। খেলার এক পর্যায়ে দু’জনের চোখ পড়ে মুরগির খামারের দিকে। খামারের মুরগীগুলোর সাথে দুষ্টমি করার জন্য এগিয়ে যায় তারা। কাছাকাছি গিয়ে খামারের জালে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্টে জড়িয়ে পড়ে দু’জনে। ঘটনাস্থলেই মারা যায় তারা। মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের দূর্গামতি ফিল্ডের বাজার এলাকার ছেরুল মিয়ার মেয়ে সিনথিয়া ও একই এলাকার ময়নুল হকের ছেলে নামজুল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসি জানান, দূর্গামতি গ্রামের সেরুল মিয়ার একটি মুরগীর খামার রয়েছে। খামারের মুরগীগুলোকে শেয়ালের হাত থেকে রক্ষা করার জন্য জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে খামারটি। ওই জালে শেয়ালকে মারার জন্য বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে খেলার ছলে খামারের মালিক সেরুল মিয়ায় মেয়ে সিনথিয়া ও ময়নুল হকের ছেলে নাজমুল জালের সঙ্গে জড়িয়ে যায়। এতে, ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে দু’জনেই মারা যায়। এসময় আশপাশের কেউ ছিলনা। ঘটনার বেশকিছুক্ষন পর প্রতিবেশিরা তাদেরকে দেখতে পায়। ওই এলাকার সাইদুর রহমান বলেন, সকালে খেলতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। সিনথিয়ার বাবা সেরুল ইসলাম বলেন, খামারের জালে শেয়াল ধরার জন্য বিদ্যুৎ প্রবাহ চালু করা হয়েছিল।



মন্তব্য চালু নেই