মিঠাপুকুরে শিশুদের নবান্ন উৎসব উদ্যাপন

ঋতুর পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে আনে নতুন ফসল। গ্রাম বাংলায় আনন্দ ঘন পরিবেশে শুরু হয় অগ্রহায়নের নবান্ন উৎসব। এরই ধারাবাহিকতায় রংপুরের মিঠাপুকুরে শিশুদের নবান্ন উৎসব ২০১৫ পালিত হয়েছে।

উপজেলা শিশু একাডেমির আয়োজনে আজ রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মা অভিভাবকদের মাঝে পিঠা তৈরী সহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা: মামুন-অর-রশিদ, কৃষি অফিসার খোরশেদ আলম, মৎস্য অফিসার দিপক কুমার পাল, মিঠাপুুকুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পাটি সাপটা পিঠা, খই-মুড়কি দিয়ে শিশুদের আপ্যায়িত করা হয়।



মন্তব্য চালু নেই