মিঠাপুকুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ আটক-২

রংপুরের মিঠাপুকুরে লক্ষাধিক টাকার জাল নোট ও জাল নোট তৈরীর সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার শুকুরেরহাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে তহিদুল ইসলাম (২৮) ও মৃত খোরশেদ আলীর ছেলে আ. বারেক (২৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চেংমারী গ্রামের আব্দুর রউফের বাড়ির কাছে ব্যাগভর্তি ১ লাখ ২৪ হাজার ৫’শ টাকার জাল নোটসহ আ. বারেক নামে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুকুরেরহাটে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে জাল টাকার নোট তৈরীর সরঞ্জামসহ ওই দোকানের মালিক তহিদুলকে আটক করা হয়। উদ্ধারকৃত সারঞ্জামগুলো হলো- কম্পিউটারের সিপিইউ, মনিটর, কালার প্রিন্টার, স্ক্যানার ও একটি অত্যাধুনিক ডিভাইস। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই