মিঠাপুকুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর):
‘জল আছে যেখানে-মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার র‌্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মামুন-অর-রশীদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন বিশ্বাস। উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

এসময় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কায়ছার, শঠিবাড়ী মৎস্যবীজ খামার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহ্ জাহান মিয়া প্রমুখ। আলোচনা সভায় শেষে ৩ জন মৎস্যচাষীকে পুরস্কার দেওয়া হয়। এরআগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।



মন্তব্য চালু নেই