মিঠাপুকুরে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে শাকিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রংপুর র‌্যাব-১৩ অভিযান চালিয়ে তাকে আটক করে উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিনের আদালতে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের আস্করপুর গ্রামের আজহার আলী রাজার ছেলে শাকিল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য তৈরী ও বিক্রয় করে আসছে।

গতকাল সোমবার সকালে র‌্যাব রংপুর -১৩ এর সদস্যরা ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় শাকিলের বাড়িতে ১ হাজার ৪০ লিটার চোলাইমদ ও ৭০ কেজি মদ তৈরীর সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সেখানে উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় মাদক ব্যবসায়ী শাকিলকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।



মন্তব্য চালু নেই