মিঠাপুকুরে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্লুমিং বাড প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে উক্ত ক্যাম্পের মাধ্যমে ৭০ জন হার্টের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ সাকলায়েন রাসেল।

রোগীদের মধ্যে বেশিরভাগই হার্টের ব্লক জনিত সমস্যা, হাত ও পায়ের রক্তনালীতে ব্লকজনিত সমস্যা, জটিলতর জন্মগত হৃদরোগ, হার্টের মধ্যে ছিদ্র, হার্টের ভালভের রোগী, উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

একেবারে গ্রাম পর্যায়ে এ ধরণের উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে ডাঃ সাকলায়েন রাসেল জানান, সরকারের নানামূখী উদ্যোগের কারণে গ্রামের মানুষ এখন কম বেশি চিকিৎসা সুবিধা পান। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ নেই বললেই চলে। সেজন্য তিনি এখন থেকে নিয়মিতভাবে প্রতিমাসে বিনামূল্যে এমন রোগীদের চিকিৎসাসেবা দিবেন বলে জানান।



মন্তব্য চালু নেই