মিঠাপুকুরে নারী ও শিশু পাচার রোধে কর্মশালা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে নারী ও শিশু পাচার রোধে প্রিভেনশন অফ ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং কমিউনিটি এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা নারী মৈত্রী’র আয়োজনে সোমবার উপজেলা কৃষি দপ্তরের সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা নারী মৈত্রী’র প্রকল্প সমন্বয়কারী মমিনুল হক।

শঠিবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধানের সভাপেিত্ব বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক শেখসাদী সরকার প্রমুখ।



মন্তব্য চালু নেই