মিঠাপুকুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে ১৭ ইউনিয়নের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত ৭ ইউপি নির্বাচনে নির্বাচিত ৭ জন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৩ জন সাধারন সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৭ ইউপি চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ করান উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। ইউনিয়নগুলো হলো- পায়রাবন্দ, কাফ্রিখাল, লতিবপুর, দূর্গাপুর, বড় হযরতপুর, মির্জাপুর ও ইমাদপুর।

উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, কৃষি অফিসার খোরশেদ আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, নির্বাচন অফিসার রেজাউল করীম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশফিকুর রহমান ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই