জনসাধারনের দুর্ভোগ চরমে

মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের সংযোগ রাস্তাটিতে জলাবদ্ধতা

রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের ঢাকা-রংপুর মহাসড়কের সংযোগ রাস্তাটি জলাবদ্ধতার কারণে যেন খালে পরিনত হয়েছে। কয়েক গ্রামের প্রায় ২০ হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগযোগের একমাত্র রাস্তা এটি। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি।

প্রথমে দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। বছরের বেশিভাগ সময় পানি জমে থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন জনগনের। আজ শনিবার জলাবদ্ধ রাস্তাটি পরিদর্শনকালে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ।

ঢাকা-রংপুর মহাসড়কের কৃষি ব্যাংক হয়ে মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ে চলাচলের প্রায় আধা কিলোমিটার রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকার ফলে আশপাশের ১০ গ্রামের ২০ হাজার মানুষের চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও, মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধীক শিক্ষার্থীর চলাচলের রাস্তা এটি। তারাও বিদ্যালয়ে যাওয়া-আসার সময় দুর্ভোগে পড়েন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রতিদিন হাটু পানি ডিঙিয়ে স্কুলে যেতে হয়। দু’বেলায় পানিপূর্ণ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে আর ভাল লাগে না। ওই এলাকার কয়েকজন ব্যবসায়ি বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। পানি জমে থাকার কারণে চলাচল দায় হয়ে পড়েছে। অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।



মন্তব্য চালু নেই