মিঠাপুকুরে ইউপি নির্বাচনের ভোট গ্রহন ২৩ এপ্রিল

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সকল প্রস্তুতি নিচ্ছে। ১৭ ইউনিয়নে নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সরকারী দপ্তরের ৮ জন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করীম জানান, প্রার্থীকে চেয়ারম্যান পদের জন্য ৫ হাজার এবং ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের জন্য ১ হাজার টাকা জামানত দিতে হবে। নির্বাচনে মিঠাপুকুর উপজেলার ৩ লাখ ৭৯ হাজার ২শ ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই