মিটিয়ে ভারতের আবদার, ক্ষমতায় আওয়ামী লীগ সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতকে সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ ভারতের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে।

এক-এগারোর প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে কিছুদিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমন ভাবার কোনো কারণ নেই যে জেলখানায় শুধু আমরাই যাব, অল্প দিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।’

সোমবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সাংবাদিক সাদেক খান স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তার মানে এই নয়, ইসরায়েলের সব লোক মোসাদের সঙ্গে জড়িত। তা ছাড়া মোসাদের সঙ্গে সরকার উৎখাতে ষড়যন্ত্রের বৈঠক হলে শেখ হাসিনার ক্ষমতায় থাকার কথা নয়। আমি যতদূর জানি, আসলাম চৌধুরীর কাছে বিগত ৭ দিনে কিছু জানতে চাওয়া হয়নি।’

‘বিএনপি বন্ধুত্ব চায়, দাসত্ব নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারকে আকার-ইঙ্গিতে সন্তুষ্ট করতে পারলে যেমন বাঁচা যাবে, তেমনি ক্ষমতায় কে আসল কে গেল তা বিবেচনায় না নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যাবে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘স্বাধীন দেশের সরকার যদি ক্ষমতাধর হয় তাহলে তা দেশের সর্বনাশ ডেকে আনে। কারণ পেশিশক্তি দিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যেমনটি পারেনি ব্রিটিশ ও পাকিস্তানিরা। আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। কারণ এরশাদ যখন ক্ষমতাচ্যুত হন তখন বড় ধরনের ধাক্কার প্রয়োজন পড়েনি, সামান্য ধাক্কাতেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।



মন্তব্য চালু নেই