মিকি মাউসের দিন শেষ, ডিজনিকে চীনা ব্যবসায়ীর চ্যালেঞ্জ

মার্কিন কোম্পানি ওয়াল্ট ডিজনির প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে এক চীনা কোম্পানি।

চীনের সবচেয়ে ধনী ব্যবসায়ী ওয়াং জিয়ানলিন বলেছেন, মিকি মাউস আর ডোনাল্ড ডাকের দিন শেষ, এবার ডিজনির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে ঢুকছে তাঁর কোম্পানি।

ওয়াং জিয়ানলিং চীনের সবচেয়ে বড় প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি ওয়ানডা গ্রুপের মালিক। চীনের দক্ষিণাঞ্চীয় শহর নানচাং এ শনিবার তিনি এক বিরাট থীম পার্ক উদ্বোধন করেছেন, যদি ডিজনির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে তিনি আশা করছেন।

ডিজনি সামনের মাসেই চীনের সাংহাইতে সাড়ে পাঁচশো কোটি ডলার খরচ করে তৈরি করা এক বিশাল থীম পার্ক উদ্বোধন করবে।

অন্যদিকে নানচাং নগরীতে ওয়ানডা’র থীম পার্ক তৈরিতে খরচ হয়েছে তিনশো কোটি ডলার। সেখানে নানা রকম রাইডের পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট সহ সব ধরণের বিনোদনের ব্যবস্থা আছে।

ওয়ানডা চীনের বাজারেই শুধু ডিজনির প্রতিদ্বন্দ্বী হতে চায় না। তারা বিশ্বজুড়ে নিজেদের ব্রান্ডকেও পরিচিত করে তুলতে চায়।



মন্তব্য চালু নেই