মিউনিখে আইএসের আত্মঘাতী হামলার ষড়যন্ত্র

জার্মানির দক্ষিণাঞ্চলীয় নগরী মিউনিখে ইংরেজি নববর্ষের রাতে ইসলামিক স্টেট (আইএস) একটি আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করেছিল। শুক্রবার জার্মানীর কর্মকর্তারা একথা জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াচিম হারম্যান বলেন, ‘ফেডারেল ক্রিমিনাল অথোরিটি বাভারিয়ান পুলিশকে একটি মিত্র গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে অবহিত করেছে। মিত্র গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে যে আইএস আজ মধ্যরাতে মিউনিকের প্রধান রেল স্টেশন অথবা প্যাসিং স্টেশন অথবা উভয় স্থানেই হামলার ষড়যন্ত্র করেছে।’

মিউনিখ পুলিশ প্রধান হাবার্টাস আরো জানিয়েছেন, ‘৫ থেকে ৭ জন’ সন্দেহভাজন ব্যক্তি ‘আত্মঘাতী হামলাটির’ পরিকল্পনা করেছিল।



মন্তব্য চালু নেই