মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর শিশুর জন্ম

সম্প্রতি মিসৌরিতে এক বিরল ঘটনা ঘটেছে। সারাহ ইলের নামে এক নারীর প্রসব বেদনা শুরু হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে নেয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সারাহর মৃত্যুর কয়েক ঘণ্টা পর তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন চিকিৎসকরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতল কর্তৃপক্ষ বলছে, সারাহর মৃতদেহ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জরুরি ভাবে সিজার করে তার কন্যা সন্তানকে বাঁচাতে সক্ষম হন। জন্মের সময় শিশুটির ওজন ছিল প্রায় ২ কেজি।

জন্মের পর শিশুটি চোখ খুলেছে এবং সে এক নার্সের আঙ্গুল ধরেছে বলে তার খালা জানিয়েছেন। শিশুটির জন্মের আগেই তার মায়ের মৃত্যু হওয়ায় অক্সিজেনের ঘাটতিতে তার মস্তিস্কে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তবে হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, শিশুটির অবস্থা এখন বেশ ভালো।

শিশুটির বাবা মাট রিডারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তবে তার অবস্থা এখন কিছুটা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।



মন্তব্য চালু নেই