মায়ার খালাসের রায় আপিলে বাতিল

দুর্নীতির মামলায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলাটি পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে পাঠিয়েছেন।

২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। সেই সঙ্গে তাকে ৫ কোটি টাকা জরিমানা এবং প্রায় ৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।

পরে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় বাতিল করে আদেশ দেন।

২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন মায়ার বিরুদ্ধে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম।



মন্তব্য চালু নেই