মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

হোয়াইট হাউস সফরের জন্য ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প ওই আহ্বান জানান।

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা টেলিফোনে কথা বললেন।

আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনার বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, ফিলিস্তিন-ইসরায়েলি রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য শিগগিরই হোয়াইট সফরে আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউস এক বিবৃতিতে অদূর ভবিষ্যতে হোয়াইট হাউসে ট্রাম্প-আব্বাস বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই