মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ মামলার কার্যক্রম স্থগিত

দেশের বিভিন্ন জেলায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা দশ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর আগে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তাকে এ মামলাগুলোতে জামিন দেন।

আজ সোমবার আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপেক্ষ ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংবাদ প্রকাশ নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সেই সংবাদ প্রকাশ করা ছিল তার ‘বিরাট ভুল’।

এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করা হয়। সকল  মামলাতেই তিনি জামিন রায়েছেন।



মন্তব্য চালু নেই