পাবনার কিছু খবর

মাস ব্যাপী বই মেলা উদ্বোধন আগামী কাল পাবনা পৌর মিলনায়তনে

মাস ব্যাপী বই মেলা উদ্বোধন আগামী কাল পাবনার পৌর মিলনায়তন চত্তরে অনুষ্ঠিত হবে। এবারের বই মেলায় ৩৬ টি বইয়ের স্টল থাকবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে জেলার ৫৬ টি সাংস্কৃতিক সংগঠন।

এ দিকে বই মেলা উদযাপন উপলক্ষে, শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাব ভিআইপি মিলনায়নে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে জানানো হয়, মাস ব্যাপী বই মেলা অন্নদা গোবিন্দ লাইব্রেরির উদ্দোগে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধন করবেন পাবিপ্রবি র ভিসি ড. আল নাকিব।

উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক সাইদুল হক চুন্নু। মেলা উদযাপন কমিটির সভাপতি, প্র. নুরুন্নবী।
এ সময় স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

অবোরোধ হরতালে ট্রেনের টিকিট কালোবাজারি : কতৃপক্ষের অভিযোগ অস্বীকার
অবরোধ ও হরতালে যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়াতে, পাবনার ঈশ্বরদী, চাটমোহর ও ভাঙ্গুরায় ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে।
জেলা এ সব রেল কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও, কালোবাজারদের কাছে তা দ্বীগুন দামে খুব সহজেই পাওয়া যাচ্ছে। আর এ কালো বাজারের সাথে জড়িত রয়েছে স্থানীয় ক্ষমতাশীন রাজনৈতিক দলের কতিপয় নেতা ও রেলের কিছু অসাধু কর্মকর্তা।

চাটমোহর রেল স্টেশন মাস্টার মহিউল টিকিট কালোবাজারের অভিযোগ অস্বীকার জানান, যাত্রী চাপ বৃদ্ধি পাওয়াতে নির্ধারিত সময়ে টিকিট না পাওয়ায়, তারা এ অভিযোগ করতে পারে তবে তা ঠিক নয়।

ঈশ্বরদী রেল স্টেশন কাউন্টার প্রধান, আঃ রহমান বলেন, টিকিট কালোবাজারের কোন সুযোগ নেই। প্রমান দিতে পারলে চাকরি ছেরে দেবো।



মন্তব্য চালু নেই