মাসুদ রানার গুলিতেই কুনিও হোশির মৃত্যু

রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর বলেছেন, জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করেছে জেএমবি সদস্য মাসুদ রানা।

মঙ্গলবার দুপুরে রংপুর ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি হুমায়ুন কবীর বলেন, জাপানের নাগরিক হত্যার মূল ঘাতক জেএমবি সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। জেএমবি সদস্য মাসুদ রানা নিজেই জাপানের নাগরিককে গুলি করে।

তিনি আরো বলেন, এ ছাড়া আওয়ামী লীগ নেতা রহমত আলীকে হত্যা ও বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে গুরতর আহত করার কথাও স্বীকার করেছে মাসুদ রানা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া থানায় জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

কুনিও হোশি নিহত হওয়ার আগে ৩-৪ মাস যাবত রংপুর শহরে অবস্থান করছিলেন এবং জাপানি ঘাস চাষের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।



মন্তব্য চালু নেই