মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে!

মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে খুঁজে পাওয়ার দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি অনুসন্ধানী দল।
কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি। গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে তা নিখোঁজ হয়।
বিমানটি নিখোঁজ হওয়ার পর মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তা উদ্ধারে অনুসন্ধান শুরু করে। এরপর কয়েকদফায় বিভিন্নস্থানে বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হলেও তার কোনো সত্যতা মেলেনি।
বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় ৩৫ হাজার ফুট উচ্চতায়। এরপর তা গতিপথ বদলে উল্টো দিকে যাত্রা করে। তবে এরপর আর কোনো সংকেত পাওয়া যায়নি।
বিমানটির খোঁজে সোমবার নতুন করে কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এরইমধ্যে বঙ্গোপসাগরে সেই বিমানের ধ্বংসাবশেষের ছবি পাওয়ার কথঅ জানাল ‘জিওরেজোন্যান্স’।


মন্তব্য চালু নেই