মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

অবৈধভাবে কাজ করার সময় ১২ বাংলাদেশি শ্রমিকসহ ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার পেনাংয়ের পাদাং লালাং সড়কের একটি মাছের আড়ৎ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মালেয়শিয়ার দৈনিক দ্য স্টার এ তথ্য জানিয়েছে।

অবৈধ শ্রমিকদের গ্রেপ্তারে গত শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা থেকে শুরু হয় অপারেশন বেরসেপাদু। জালান পাদাং লালাংয়ের বুকিত মিরতাজাম পাইকারি মাছ বিক্রি অ্যাসোসিয়েশনের মার্কেটে অবৈধভাবে কাজ করার অভিযোগে ওই শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। মধ্যে নেপাল ও মিয়ানমারের নাগরিকও রয়েছে।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, কয়েকজন শ্রমিক ট্রাকের ভেতরে রাখা বাক্সে লুকিয়ে পালানোর চেষ্টা করছিল। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পানির ট্যাঙ্কি থেকেও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শ্রমিকদের সেবেরাং জায়ার ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই