মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছে দুই লাখ বাংলাদেশি

মালয়েশিয়াতে থাকা দুই লাখ বাংলাদেশি অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। ১৫ ফেব্রুয়ারি থেকেই বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, মালয়েশিয়া নতুন করে ১৫ লাখ শ্রমিক নেবে। নতুন শ্রমিক নেয়া এবং অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলবে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার শহিদুল ইসলাম বলেন, ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে। আশা করি, আগামী দুই বা তিন মাসে এই কার্যক্রম সম্পূর্ণ করা যাবে।

সূত্র জানায়, যেসব অভিবাসী কোনো ধরনের বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত নন, তারা টাকা ছাড়াই সরকারি নিবন্ধন করাতে পারবেন। আর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন না।



মন্তব্য চালু নেই