মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৪ অবৈধ শ্রমিক আটক

মালয়েশিয়ার পেনাং রাজ্য থেকে বাংলাদেশিসহ ৬৪ অবৈধ শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। প্রথমে ৯৭ জনকে আটক করলেও তাদের কাগজপত্র চেক করার সময় ৬৪ জনের কারো কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে পেনাং ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার পেনাংয়ের বাতু কাওয়ানের পেরাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও অপ ইকরার নামক ফ্যাক্টরি থেকে এই অবৈধ শ্রমিকদের গ্রেফতার করা হয়।

পেনাং ইমিগ্রেশন বিভাগের সহকারী পরিচালক ফাইরুয ইসমাইল বলেন, প্রথমে অভিযানটি শুরু হয় পেরাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে। সেখানে ১৫ জন ইমিগ্রেশন অফিসারের সহায়তায় ৪০ জন নারী ও দুই বাংলাদেশীসহ ৪২ জন এবং দ্বিতীয় অভিযানে আটক করা হয় ৩৮ জনকে। এর মধ্যে ২২ জনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ২২ জনের মধ্যে ১০ জন নেপালি, ৭ জন বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশিয়ান ও একজন মিয়ানমারের নাগরিক বলে ফাইরুয ইসমাইল জানান।

তিনি আরো জানান, এরা ভুয়া কাগজপত্র নিয়ে এবং নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করে আসছিল।



মন্তব্য চালু নেই