মালয়েশিয়াগামী ৩৬ জন উদ্ধার, আটক ৫

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল থেকে অবৈধপথে মালয়েশিয়াগামী ৩৬ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় একটি কাঠের ট্রলারসহ পাঁচজন মাঝিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বোটক্লাব এলাকা থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম বলেন, ‘নগরীর মাঝিরঘাট থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ৩৬জন বিভিন্ন বয়সী ব্যক্তি একটি কাঠের তৈরি ট্রলারে উঠেন। দালালদের সাথে চুক্তি অনুযায়ী তারা এই ট্রলারে করে বঙ্গোপসাগরের অদূরে মিয়ানমার সিমান্তে অবস্থান করা জাহাজে উঠার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী চ্যানেলের বোট ক্লাব এলাকা থেকে ৫ জন মাঝিসহ ওই ৩৬ জনকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘আটক ৫ মাঝিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মূল পাচারকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ৩৬জনকে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে গত কয়েক দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন। আটকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থাকায় বুধবার সকালে হস্তান্তর করা হবে।’



মন্তব্য চালু নেই