মালিতে ১০ দিনের জরুরি অবস্থা

মালির রাজধানী বামাকোতে হোটেল রেডিসন ব্লু এ জঙ্গি হামলায় দেশটিতে ১০দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা সরকার।

দেশটির জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এছাড়া হামলায় নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে।

এদিকে মালি হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে জড়িত আল-মৌরাবিতউন নামে একটি আফ্রিকান জঙ্গিগোষ্ঠী। টুইটে সংগঠনটি এ ঘটনার দায় স্বীকার করে।

সাহারা মরুভূমিতে সক্রিয় জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আল কায়েদার সাবেক যোদ্ধা মোখতার বেলমোখতার। দুই বছর আগে জঙ্গি দলটি গঠন করেন মোখতার।

মালির ওই হামলায় সবশেষ ২৭ মরদেহ ‍উদ্ধারের দাবি করেছে নিরাপত্তাবাহিনী। এছাড়া নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত দুই হামলাকারী।



মন্তব্য চালু নেই