মালিতে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মালিতে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বাংলাদেশি। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার দেশটির রাজধানী বামাকোতে এ ঘটনা ঘটে।

মালির নিরাপত্তাবাহিনী জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত দুই বাংলাদেশির ওপর জঙ্গিরা গুলি চালালে একজন নিহত হন। আরেকজন গুরুতর আহত হন।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে বলে, ‘সোমবার রাতে জাতিসংঘের একটি গাড়িতে আরোহী দুই শান্তিরক্ষীর ওপর অস্ত্রধারীরা হামলা চালায়। তবে ঠিক কারা এ হামলা চালিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। হামলায় এক শান্তিরক্ষী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।’

সূত্রটি আরো বলে, ‘আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীরা শান্তির শত্রু।’

নিহত দুই শান্তিরক্ষী বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা (এমআইএনইউএসএমএ) এর একটি সূত্র। তিনি জানান, ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষী বামাকো বিমানবন্দর থেকে শহরটির দক্ষিণ দিকে যাওয়ার সময় জঙ্গিরা একটি গাড়ি থেকে গুলি করে পালিয়ে যায়।



মন্তব্য চালু নেই