মালালাকে হত্যাচেষ্টার মামলায় ৪ জনের যাবজ্জীবন

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাঈয়ের ওপর হামলার একটি মামলায় চারজনের যাবজ্জীবন (২৫ বছর জেল) কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত। বৃহস্পতিবার ওই রায় দেওয়া হয়।

২০১২ সালের অক্টোবরে সোয়াত ভ্যালির মিনগোড়া শহরের নিজের স্কুল থেকে বাসায় ফেরার পথে মালালাকে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলা দায় স্বীকার করে।

তবে দণ্ডপ্রাপ্তরা তালেবানের সদস্য কিনা, তা নিশ্চিত করে জানা যায়নি। ২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছিল, মালালা ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।

তথ্যসূত্র : ডন।



মন্তব্য চালু নেই