মালালাকে ‘জাতিসংঘ কন্যা’ বললেন মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শান্তিতে নোবেল পাওয়া পাকিস্তানের মালালা ইউসুফজাইকে অভিনন্দন জানিয়ে তাকে ‘জাতিসংঘ কন্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
নারী শিক্ষা অধিকার আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য নোবেল কমিটি শুক্রবার তাকে শান্তি পুরস্কারে ভূষিত করে। তার সঙ্গে ভারতের শিশু অধিকার নিয়ে আন্দোলন করা কৈলাশ সত্যার্থীকেও এই পুরস্কার দেয়া হয়েছে।
এক বিবৃতিতে মহাসচিব বান কি মুন বলেন, ‘মালালা শান্তির সাহসী প্রতীক। সাধারণ স্কুলে যাওয়ার মধ্য দিয়ে সে ‘বিশ্ব শিক্ষকে’ পরিণত হয়েছেন। সে (মালালা) বলেছে, একটি কলম বিশ্বে পরিবর্তন ঘটাতে পারে। একজন তরুণ নারী কীভাবে এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে তা সে প্রমাণ করেছে।’
বান কি মুন বলেন, ‘সাহস ও একাগ্রতার মধ্য দিয়ে মালালা দেখিয়েছে, তালেবান সন্ত্রাসীরা বই হাতে একটি মেয়েকে বেশি ভয় পায়।’ উগ্রপন্থিদের বিরুদ্ধে ও নারী শিক্ষার অধিকারের লড়াইয়ে জাতিসংঘ সব সময়ই মালালার পাশে থাকবে বলেও ঘোষণা দেন বান কি মুন।



মন্তব্য চালু নেই