মার্চ থেকে যমুনা ছাড়া সব সার কারখানা বন্ধ

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আগামী মার্চ থেকে সব সার কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে যমুনা সার কারখানা এর আওতামুক্ত থাকবে।

রাজধানীর বিদ্যুৎ ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এ সময় প্রচুর লোডশেডিংও হয়ে থাকে। তাই চাহিদা পূরণে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। যার কারণে সার কারখানাগুলোতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে সেগুলোর উৎপাদন বন্ধ থাকবে। এ গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম জানান, অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য ইতোমধ্যে ২২টি প্রকল্প নিয়ে কাজ চলছে। এতে প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।



মন্তব্য চালু নেই