মার্চে অনুষ্ঠিত হবে মান্না উৎসব

প্রয়াত অভিনেতা মান্না স্মরণে শুরু হচ্ছে ‘মান্না উৎসব’। আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবে মান্না অভিনীত জনপ্রিয় বেশ কয়েকটি সিনেমা প্রদর্শিত হবে।

মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘মান্না ফাউন্ডেশন’ আয়োজন করছে ‘মান্না উৎসব’।

এ উপলক্ষে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) এর জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মান্না ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও মান্নার সহধর্মিনী শেলী মান্না।

মান্নার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে- দাঙ্গা, দেশপ্রমিক, লুটতরাজ, তেজী, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধু এক স্বামী, লাল বাদশা, আব্বাজান, আম্মাজান, মনের সাথে যুদ্ধ, পিতা মাতার আমানতসহ অসংখ্য সিনেমা।



মন্তব্য চালু নেই