মার্কিন সামরিক বিমান উধাও

ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় রাডার থেকে উধাও হয়ে গেছে মার্কিন সামরিক বাহিনীর একটি রিফুয়েলিং (জ্বালানি এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর) বিমান। বুধবার ইন্ডিপেনডেন্ট, ডেইলি মেইলসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বোয়িং কেসি -১৩৫আর নামের বিমানটি স্থানীয় সময় ভোর ৫টার দিকে দক্ষিণ ফ্রান্সের আমিন্স থেকে উড্ডীয়নের ১৫ মিনিট পর পর ইংলিশ চ্যানেলের ডোভার ও ক্যারিসের মাঝামাঝি স্থানে এসে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইটের মাঝখানে ওই বোয়িং বিমানটি জ্বালানি ভরার কাজে ব্যবহার করা হতো। বিমানটি ৩১ হাজার গ্যালন পর্যন্ত জ্বালানি বহন করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের সামরিক দফতর বিমানটি নিখোঁজের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে আমাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

তবে ডেইল এক্সপেস দাবি করেছে, চ্যানেলে জরুরি অবতরণের অভিজ্ঞতা রয়েছে বিমানটির।

১৯৫০ সাল থেকে এ ধরনের বিমান ব্যবস্থা চালু রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু পরবর্তীতে এটার সঙ্গে বোমারু বিমানের যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে।



মন্তব্য চালু নেই