মারা গেলেন আলোচিত সেই নায়িকা

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ইয়োভনি ক্রেইগ। ৭৮ বছর বয়সী এ অভিনেত্রীই ছিলেন ইতিহাসের প্রথম ‘‌ব্যাটগার্ল’।

১৯৬৭ সালে ‘ব্যাটম্যান’ টিভি সিরিজে অভিনয় শুরু করেন তিনি। ষাটের দশকে টেলিভিশন সিরিজের স্বর্নযুগে অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও পারফর্মার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ইয়োভনি।

এলভিস প্রিসলির সঙ্গেও অভিনয় করেছেন তিনি। ‘ব্যাটম্যান’ সিরিজের পরে ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’, ‘মড স্কোয়াড’, ‘স্টারস্কাই অ্যান্ড হাচ’, ‘কোজাক’ এবং ‘ম্যান ফ্রম ইউএনসিএলই’ সিরিজে অভিনয় করে সাফল্য, খ্যাতি ও জনপ্রিয়তা পান।

ব্রেস্ট ক্যান্সার ও লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। বিগত দুই বছর ধরে চিকিৎসকের পরামর্শে কেমো থেরাপি নিচ্ছিলেন। ১৭ আগস্ট ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে মারা যান ইয়োভনি ক্রেইগ।



মন্তব্য চালু নেই