মামলা থেকে বাঁচতে মানুষ হত্যা করছেন খালেদা

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মামলা থেকে রেহাই পাওয়ার জন্যই পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছেন।’
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে এমন কী হয়েছে যে, ওনাকে বাসা ছেড়ে অফিসে এসে থাকতে হবে। সাধারণ মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মারতে হবে। খালেদা জিয়া এসব করছেন যুদ্ধাপরাধীদের বাঁচানো ও তার মামলা থেকে রেহাই পাওয়ার জন্য। কিন্তু এতেও যে তার শেষ রক্ষা হবে না। তা তিনি জানেন না।’
সাহারা খাতুন বলেন, ‘আজকে দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে এগিয়ে যাচ্ছে সেসময় খালেদা জিয়া নাশকতা চালিয়ে দেশকে অকার্যকর করার পায়তারা করছেন। তিনি ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীকে নষ্ট করার ষড়যন্ত্র করছেন। অথচ তার নাতনিকে মালয়েশিয়ায় পরীক্ষা দেয়ার জন্য পাঠিয়েছেন।’
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জিল্লুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টতম সহচর ছিলেন। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি লড়াই সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি কর্মীদের ভালোবাসতেন। ভালোবাসতেন দেশের জনগণকে। তার স্ত্রী প্রয়াত আইভি রহমানও দেশ ও মানুষকে ভালোবাসতেন।’
সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পুল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই