‘মামলা থাকায় নূর হোসেনকে দিতে চাচ্ছে না ভারত’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নূর হোসেনের বিরুদ্ধে ভারতে মামলা আছে। ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ফেরত দিতে চাচ্ছে না ভারত।

রোববার নারায়ণগঞ্জে এক আলোচনাসভায় একথা বলেন আইজিপি শহীদুল হক। সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সামাজিক সংগঠন ‘গ্রীণ ফর পীস’ এর দুই যুগ পূর্তি উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইজিপি।

পুলিশ প্রধান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কূটনৈতিক পর্যায়ে যা যা কাগজপত্র দরকার তা তাদের দেয়া হয়েছে, ইন্টারপোলের মাধ্যমেও দেয়া হয়েছে। আমরা ব্যক্তিগতভাবেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি।

তিনি আরো বলেন, যেহেতু তাদের মামলা রয়েছে, তাই তারা দিতে চাচ্ছে না। তাদের মামলা শেষ হলেই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিষয়টি চুড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী অচিরেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পুলিশের এআইজি গাজী মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আমির খসরু বাবু প্রমুখ।



মন্তব্য চালু নেই