মামলা দায়ের, গণজাগরণের টানা অবস্থান, হত্যার দায় স্বীকার

‘মান্না-খোকার কথোপকথনের প্রথম লাশ অভিজিৎ’

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার টেলিফোনে কথোপকথনের প্রথম লাশ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পড়েছে বলে মনে করে ক্ষমতাসীন ১৪ দল।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার টেলিফোনের কথোপকথনের সূত্রে গতকালের ঘটনার সঙ্গে কোনো যোগসূত্রতা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ। এসময় দুর্বৃত্তদের হামলায় আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।

হত্যা মামলা দায়ের, গণজাগরণের টানা অবস্থানের ঘোষণা, অভিজিৎ হত্যার দায় স্বীকার



মন্তব্য চালু নেই