মান্নাকে সাবধান হতে বললেন হাছান মাহমুদ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধ ও পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রকাশ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘যে খোকা সাহেব বিএনপি জোটের সহিংসতার দায়িত্ব স্বীকার করে নিয়েছে, সেই সহিংসতাকারীদের সঙ্গে যারা পরামর্শ করছে, যারা সহিংসতাকারীদের সঙ্গে সংলাপের কথা বলছে জনগণের কাছে তারা চিহ্নিত হয়েছে।’

গত দেড় মাসে সহিংসতায় নিহতদের মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া হবে- বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের এমন বিবৃতির প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘তারাই মানুষ হত্যা করে তারাই মুক্তিযোদ্ধার সনদ দিতে চাইছে। এটা নিহতদের আত্মার প্রতি এবং জাতির প্রতি উপহাস মাত্র।’

এমন বক্তব্যের মানে ‘রাজাকারের কাছ থেকে মুক্তিযুদ্ধের সনদ নেওয়া’ বলে মন্তব্য করে তিনি জাতির সঙ্গে এমন উপহাস না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

বিএনপি জামায়াতকে নয়, জামায়াতই এখন বিএনপিকে চালায়- এ মন্তব্য করে তিনি বলেন, ‘জামায়াত শহীদ মিনারে বিশ্বাস করে না, তারা শহীদ মিনারে ফুলও দেয় না। ঠিক তেমনিভাবে জামায়াতের পরামর্শেই খালেদা জিয়া শহীদ মিনারে না গিয়ে কার্যালয়ে মিলাদের আয়োজন করেছেন।’

খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নন, জামায়াতের আমিরে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম



মন্তব্য চালু নেই