মানুষের মতো পাওয়া গেল সমকামী পেঙ্গুইনের সন্ধান!

মানুষের সমকামিতা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। আছে পক্ষে বিপক্ষে নানা মত। প্রায় প্রতিদিনই গণমাধ্যমের খবর হয় বিষয়টি। তবে শুধু মানুষ নয়, সমকামী হয় পেঙ্গুইনেরাও। আর সেই খবরটিই বেরিয়েছে গণমাধ্যমে।

সম্প্রতি জার্মানির বার্লিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ একজোড়া সমকামী পেঙ্গুইনকে নিয়ে এসেছে তাদের পুরুষ পেঙ্গুইন সংরক্ষণাগারে। পেঙ্গুইন দুটির নাম স্ট্যান এবং অলি। এদের নিয়ে আসা হয়েছে ইউরোপের বিলুপ্তপ্রায় প্রাণিদের সংরক্ষণকেন্দ্র ‘ইউরোপিয়ান এনডেঞ্জারড স্পেশিজ প্রোগ্রাম’র কাছ থেকে।

ইতিমধ্যে পেঙ্গুইন দুটির বসবাসের যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বার্লিন চিড়িয়াখানার মুখপাত্র ক্রিশ্চিয়ানো রেইস বলেন, ‘আমরা ওই পেঙ্গুইন দুটিকে আমাদের পছন্দের ভিত্তিতে নয়, তাদের পছন্দের ভিত্তিতেই চিড়িয়াখানায় রেখেছি। পেঙ্গুইন দুটি সমলিঙ্গের। তারা দুজন দুজনকেই খুব ভালোবাসে।’



মন্তব্য চালু নেই