মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা-মেয়েসহ নিহত চার

সেলিম রেজা : বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে সহ চারজন হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ০৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায়। নিহতদের মধ্যে জেলার সদর উপজেলার নবগ্রাম এলাকার জিন্নত আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও তার মেয়ে নার্গিস আক্তার (৩০), একই উপজেলার দেড়ঘাটা গ্রামের আব্বাস আলীর ছেলে মিজানুর রহমান (৩০) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের শুকলাল রাজবংশীর ছেলে পরান রাজবংশী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে আওয়ার নিউজ বিডি জানতে পারে, শুক্রবার সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সাথে আরিচাগামী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হলে দূর্ঘটনা টি ঘটে। এসময় টনাস্থলেই শেফালী বেগম (৫০) ও তার মেয়ে নার্গিসের (৩০) মৃত্যু হয়। নিহত শেফালী বেগম ও তার মেয়ে নার্গিসের লাশ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহতবস্থায় মিজানুর ও পরাণকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়। এদের লাশ ময়নাতন্ত্রের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতরা পিকআপের যাত্রী ছিলেন।

ঘাতক বাসটিকে আটক করা যায়নি এমন সত্যতা স্বীকার করেন বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন দৌলা।



মন্তব্য চালু নেই