‘মানবাধিকার সংগঠনগুলো মানবতাবিরোধী কাজ করছে’

বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধাপরাধীদের রক্ষার অপচেষ্টার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করছেন বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার।

ইমরান বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলো একাত্তরের ঘাতকদের রক্ষার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বিভিন্নভাবে মানবতাবিরোধীদের রক্ষার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকারকে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের মুখোশ উম্মোচন করতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে হরতালবিরোধী মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইমরান এইচ সরকার বলেন, ‘আজকে অনেকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তারা জামায়াতকে ইসলামী দল ও গণতান্ত্রিক দল বলে অবিহিত করছে। গণতন্ত্র কি তারা তা জানে না।
তিনি বলেন, ‘জামায়াত একটি ফ্যাসিস্ট দল। তারা কোনো ইসলামীক দল হতে পারে না। ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না।’
তিনি আরো বলেন, ‘জামায়াত হরতাল ডেকেছে ঠিকই। কিন্তু দেশের মানুষ হরতাল সমর্থন করেনি। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে।’



মন্তব্য চালু নেই