মাদারীপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুরে : ‘সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আজ বৃহস্পতিবার এক উদ্বোধনীর অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্টিত হচ্ছে আয়কর মেলা। প্রতিবারের মতো ঢাকা কর অঞ্চল-৭ এর আয়োজনে এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে আয়োজিত চার দিনব্যাপী স্থায়ী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন, মাদারীপুরের পৌর মেয়র খালেদ হোসেন ইয়াদ, সাবেক মাদারীপুরের পৌর মেয়র নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কর অঞ্চল-৭ পরিদর্শী রেঞ্জ-২ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মোস্তফা। এ মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

মাদারীপুরের এবারের আয়কর মেলার সেবা সমূহ হল, করদাতাগণ আয়কর মেলায় তাদের ২০১৬-২০১৭ করবর্ষের আয়কর রির্টান জমা দিতে পারবে, মেলায় e-TIN রেজিষ্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতাগণ e-TIN রেজিষ্ট্রশন ও পুরাতন করদাতাগণ রি-রেজিষ্ট্রেশন করতে পারবেন, করদাতাগণ মেলায় স্থাপিত সোনালী ব্যাংকের বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন, করদাতাগণের রির্টান পূরনের সহায়তা করার জন্য মেলায় আয়কর কার্মকর্তা দ্বারা পরিচালিত Help Desk রয়েছে ও মেলায় করদাতাগণের বিনামূল্যা রির্টান ফরম, চালান ফরম, ই-টিআইএন রেজিষ্ট্রেশন রি-রেজিষ্ট্রেশন আবেদন ফরমের রির্টান পূরণের নির্দেশিকা ইত্যাদি সরবরাহ করেছে।

এছারাও ঢাকা কর অঞ্চল-৭ এর আয়োজনে কালকিনি উপজেলায় নভেম্বরের ৫ তারিখে ও রাজৈর উপজেলায় নভেম্বরের ৬ তারিখে উপজেলা কমপ্লেক্স এ ভ্রাম্যমান আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা গুলিতে এবারের সেবা সমূহ হল, করদাতাগণ আয়কর মেলায় তাদের ২০১৬-২০১৭ করবর্ষের আয়কর রির্টান জমা দিতে পারবে, মেলায় e-TIN রেজিষ্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতাগণ e-TIN রেজিষ্ট্রশন ও পুরাতন করদাতাগণ রি-রেজিষ্ট্রেশন করতে পারবেন ও মেলায় করদাতাগণের বিনামূল্যো রির্টান ফরম, চালান ফরম, ই-টিআইএন রেজিষ্ট্রেশন রি-রেজিষ্ট্রেশন আবেদন ফরমের রির্টান পূরণের নির্দেশিকা ইত্যাদি সরবরাহ করা হবে।



মন্তব্য চালু নেই