মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকারীর তথ্য চায় জাবি প্রশাসন

শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকারীর তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও আ.ফ.ম কামাল উদ্দীন হলের মাদক বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড.রাশেদা আখতার সাক্ষরিত এক সাধারণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আগামী ২৫-০৮-২০১৬ তারিখের মধ্যে মাদক সংক্রান্ত যাবতীয় তথ্য সরাসরি/ডাকযোগে/ই-মেইলে কিংবা প্রশাসন ভবনে (উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখা) রাখা অভিযোগ বক্সে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। মেইল :[email protected]

ডাকযোগে পাঠানোর ঠিকানা:

উপ-রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি -২)
টেজিস্ট্রার অফিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

উল্লেখ্য বিজ্ঞপ্তিতে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়।



মন্তব্য চালু নেই