মাথা পিছু তিনশ টাকা দিয়ে জিম করেছেন ক্রিকেটাররা

এরই মধ্যে তামিলনাড়ুর সঙ্গে রঞ্জি ট্রফির ম্যাচ বুধবার শেষ হয়ে গেছে। কিন্তু বৃহস্পতিবারও বাংলার ক্রিকেটারেরা রাজকোটেই থেকে গেলেন। সেখান থেকেই আজ, শুক্রবার নয়াদিল্লি হয়ে রোহতকে পৌঁছবেন মনোজ তিওয়ারিরা। বৃহস্পতিবার প্র্যাক্টিসে ছুটি থাকলেও ক্রিকেটারদের জিমে সময় কাটানোর কথা বলেছিলেন কোচ সাইরাজ বাহুতুলে। আর তাতেই বিপত্তি!

যে হোটেলে বাংলার ক্রিকেটারেরা আছেন, সেখানে কোনও জিম নেই। বাধ্য হয়ে দূরবর্তী অন্য একটি হোটেলের জিমে যেতে হয়েছিল ক্রিকেটারদের। সেখানে মাথা পিছু তিনশো টাকা করে খরচ করে শরীরচর্চা করতে হয় বাংলার ক্রিকেটারদের। ম্যাচের আগেও একই ব্যবস্থা করা হয়েছিল ক্রিকেটারদের জন্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজকোট থেকে ফোনে বাংলার ম্যানেজার সমীর দাশগুপ্ত বললেন, ‘‘গাড়ি ভাড়া করে ক্রিকেটারদের অন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকের জন্য তিনশো টাকা করে দিতে হয়েছে। সব মিলিয়ে জিম করতেই দৈনিক প্রায় হাজার পাঁচেক টাকা করে খরচ হয়েছে।’’ পুরনো নোট বাতিল হওয়ায় বেশিরভাগ খরচ মেটানো হচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ডে। তবে জিমের খরচ নগদেই মেটাতে হওয়ায় সমস্যায় বাংলা শিবির।-এবেলা



মন্তব্য চালু নেই