মাত্র ৩টি উপাদানে ঘরেই তৈরি করে ফেলুন পছন্দের পারফিউম (দেখুন ভিডিওতে)

“সুগন্ধি” সবসময় আভিজ্যাতের প্রতীক। সুন্দর একটি পোশাকের সাথে সুগন্ধি ছাড়া কি চলে? বাজার ঘুরলে নানা ব্রান্ডের নানা রকমের, নানা গন্ধের সুগন্ধি কিনতে পাওয়া যায়। এর কোনটা বেশ কড়া গন্ধের আবার কোনটা খুব হালকা সুবাসের। একটি ভাল ব্রান্ডের সুগন্ধি প্রায় ৮-১০ ঘন্টা পর্যন্ত আপনার দেহ জুড়ে থাকবে। এত শত শত সুগন্ধির ভিড়ে অনেক সময় নিজের পছন্দের সুগন্ধিটি খুঁজে পাওয়া যায় না। আবার অনেক সময় সুগন্ধি ব্যবহারে ত্বকে র‍্যাশ দেখা দিতে পারে। এবার নিজেই তৈরি করে ফেলুন না পছন্দের সুগন্ধিটি। কি অবাক হচ্ছেন? ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের সুগন্ধিটি।

যা যা লাগবে:

১টি পরিষ্কার খালি স্প্রে বোতল

১টি বড় বোতল ভ্যানিলা এসেন্স (চিনি ছাড়া)

১ বা অধিক ছোট বোতল এসেন্সিয়াল অয়েল ( রোজ, ল্যাভেন্ডার, রোজমেরী, জেসমিন অথবা অন্য যেকোন  এসেন্সিয়াল অয়েল )

যেভাবে তৈরি করবেন:

১। প্রথমে স্প্রে বোতলটি ভাল করে পরিষ্কার করে নিন। সবচেয়ে ভাল হয় কোন গাঢ় রঙের গাঢ় কাঁচের বোতল হলে। এতে অতিবেগুনি রশ্মি ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনার সুগন্ধিটিও ভাল থাকবে দীর্ঘদিন।

২। খালি স্পে বোতলে ভ্যানিলা এসেন্স ঢেলে নিন।

৩। এরপর এতে পছন্দমত এন্সেসিয়াল অয়েল মিশিয়ে নিন।

৪। এখন খুব ভাল করে ঝাঁকিয়ে নিন। যাতে সবগুলো উপাদান ভাল করে মিশে যায়।

৬। হাতে উলটো পিঠে স্প্রে করে দেখুন কি দারুন ঘ্রাণের সুগন্ধি তৈরি হয়ে গেছে।

সম্পূর্ণ পদ্ধতিটিটা দেখে নিন ভিডিওতে-



মন্তব্য চালু নেই