মাত্র ২টি উপাদানে তৈরি করে ফেলুন মেকআপ সেটিং স্প্রে! (ভিডিও)

অনেক সময় নিয়ে, অনেক কষ্ট করে মেকআপ করলেন। কিন্তু কিছু সময় যাওয়ার পর মেকআপ আর আগের মত থাকল না, ঘেমে নষ্ট হয়ে গেলে মেকআপ। তখন নিশ্চয় অনেক রাগ হয়! বিশেষ করে গরমকালে এই সমস্যাটায় কম বেশি সব মেয়েদের পড়তে হয়। কিন্তু যাদের ত্বক তৈলাক্ত তারা শীতকালেও এই সমস্যার সম্মুখিন হতে পারে। মেকআপ ঠিক রাখার জন্য পার্লারে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করা হয়ে থাকে। বাজারে মেকআপ সেটিং স্প্রে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো কিছুটা দামী হওয়ায় সবাই কিনতে পারে না। তবে ঘরে তৈরি করা সম্ভব মেকআপ সেটিং স্প্রে তাও খুব সহজে!

যা যা লাগবে:

গ্লিসারিন

পানি

একটি খালি স্প্রে বোতল

যেভাবে তৈরি করবেন:

১। ২ আউন্স গ্লিসারিন, ৭ আউন্স পানি একসাথে ভাল করে মিশিয়ে নিন।

২। এবার এটি ২-৩ লিটার স্প্রে বোতলে ঢেলে রাখুন।

৩। এই পরিমাণে তিন বোতল সেটিং স্প্রে হবে।

৪। আপনি চাইলে এটিকে রুমে, বাথরুমে এমনকি ফ্রিজেও রেখে দিতে পারেন।

৫। যদি এক বোতল তৈরি করতে চান, তবে একটি স্প্রে বোতলের ১/১০ ভাগ গ্লিসারিন দিয়ে দিন। বাকী অংশ পানি দিয়ে ভরে ফেলুন।

৬। তারপর বোতলটি নিচ থেকে উপর আবার উপর থেকে নিচে ভাল করে ঝাঁকি দিন।

৭। মেকআপ করার শেষে কিছুটা দূর থেকে স্প্রে করুন। কাছ থেকে স্প্রে করলে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবানা থাকবে।

পুরো পদ্ধতিটি দেখে নিন ভিডিওতে

https://youtu.be/mExXGu7N1nU



মন্তব্য চালু নেই