মাঠে চলে এসেছেন মাশরাফিরা

এশিয়া কাপের সূচনাটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে গিয়ে উল্টো হেরে বসে মাশরাফি বাহিনী। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি স্বাগতিকদের জন্য হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের টিকে থাকার ম্যাচ।

কোনো রকম এ ম্যাচে হারলে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে আর টিকতে পারবে না মাশরাফি বাহিনী। এই বাক্যটি বেশ ভালোভাবে মনে আছে স্বাগতিক ক্রিকেটারদের! তাইতো দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা তিনেক আগে মাঠে এসে হাজির সাকিব-মাশরাফিরা। বিকেল পৌনে ৪ টা ৪০ মিনিটে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মিরপুরে চলে আসেন।

যদিও বাংলাদেশ-আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়ানোর কথা রয়েছে। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মাঠে উইকেট দেখতে যান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এর কিছুটা পরে স্টোর উইকেট পরিদর্শনে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পরে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নেন জাতীয় দলের এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করতে যান সাব্বির রহমান রুম্মান ও ইমরুল কায়েসরা। বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মিরপুরে ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত, তখনো হোটেলে বন্দী ছিলেন আরব আমিরাতে খেলোয়াড়রা। বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন জাভেদ-রোহানরা।



মন্তব্য চালু নেই