মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের ঘণ্টাব্যাপী কর্মবিরতী

মাগুরা প্রতিনিধি: বুধবার মাগুরা পৌরসভা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতী করেছে মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন । পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর একদফা দাবী বাস্তবায়নের জন্য এ কর্মবিরত ।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন মাগুরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের সভাপতি মোল্ল্যা আলমগীর হোসেন , সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান , যুগ্ম-সম্পাদক মো: শাহিনুর রহমান , সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান প্রমুখ ।

প্রত্যেক বক্তা বলেন , পৌর প্রশাসন ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ মাঠ পর্যায়ে জনগনের সেবক হিসেবে কাজ করে এবং সরকার কতৃক হস্তান্তরিত সেবাই জনগনের কাছে পৌছে দেয় । এই সেবাকে মানসম্মত এবং টেকসই করার লক্ষ্যে পৌরসভা আইন-২০০৯এর ৭২ (১) অনুযায়ি বেতন ভাতার নিশ্চয়তাসহ পেনশন সুবিধা চালু করা হোক আমাদের দাবি । তাছাড়া পৌর কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানের জন্য জোর সুপারিশ জানানো হয় ।

ঘণ্টাব্যাপী এ কর্মবিরতীতে মাগুরা পৌরসভার ১২৮ জন কর্মকর্তা-কর্মচারি অংশ নেয় ।



মন্তব্য চালু নেই