মাগুরায় সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু

মাগুরা প্রতিনিধি : সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল রবিবার মাগুরা পৌর বাস টার্মিনাল চত্বরে শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মাগুরা অফিস এ কর্মশালার আয়োজন করে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বাস টার্মিনাল থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্বরোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনাল চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, বিআরটি এর মাগুরা সার্কেলের সহকারি পরিচালক বিলাশ সরকার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব শরিফ আমিরুল হাসান বুলু, বাসুদেব কন্ডু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহারুল ইসলাম খান প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক গাড়ি চালক অংশ নিচ্ছে।



মন্তব্য চালু নেই