মাগুরায় সরকারি ক্রয় সংক্রান্ত সংলাপ সম্পন্ন

মাগুরা প্রতিনিধি ॥ সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠু সরকারি ক্রয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষে মাগুরায় বুধবার বিকেলে গভর্নমেন্ট এন্ড কন্ট্রাকটর ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা এলজিইডি সভাকক্ষে গভর্নমেন্ট এন্ড কন্ট্রাকটর ফোরম এর আহবায়ক এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইজিপি বিশেষজ্ঞ কে এম আলী নেওয়াজ।
বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বোস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, মাগুরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ মফিজুর রহমান, জেলা ফেরামের সদস্য সচিব মিরুল ইসলামসহ বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারিরা।

সভায় ইজিপি সম্পর্কে বিভিন্ন অস্পষ্টতা, সরকারি ক্রয় প্রক্রিয়ায় সংশ্লিষ্ঠ ক্রয়কারি কর্মকর্তা ও ঠিকাদারগণ ক্রয় সংক্রান্ত কি ধরনের সমস্যার সম্মুখিন হন তা নিয়ে সরাসরি আলোচনা ও সমাধানের পথ সম্পর্কে আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই