মাগুরায় সদর ১২ ইউপিতে বিজয়ী যারা

শ্রাবণ, মাগুরা: মাগুরা সদর উপজেলার ১২ ইউপির নির্বাচনে ১১ জন আওয়ামীলীগ ও ১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বৃহস্পতিবার রাতে ১২ নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেন।

নির্বাচিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন বগিয়া ইউপির মীর রওনক হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭০৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী সৈয়দ তফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৩২ ভোট , চাউলিয়া ইউপির হাফিজার রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৭০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী রেজাউল করিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫১ ভোট , মঘী ইউপির আ: হাই সর্দার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮৯৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মাওলানা ইমদাদুল হক পাখা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৪৬ ভোট, জগদল ইউপির সৈয়দ রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮৮০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন পেয়েছেন ২৯৯০ ভোট, হাজরাপুর ইউপির কবির হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৯৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪১ ভোট, রাঘবদাইড় ইউপির আশরাফুল আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫৯৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬২১ ভোট, আঠারখাদা ইউপির সঞ্জীবন বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪০৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী অমরেশ চন্দ্র স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫২৪৬ ভোট, শত্রুজিৎপুর ইউপির সনজিত কুমার বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২১৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী রফিকুল ইসলাম ধানের শীষ নিয়ে পেয়েছেন ৩৫৩২ ভোট, গোপালগ্রাম ইউপির নাজমুল হাসান রাজিব স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৬৬৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী অপর স্বতন্ত্র প্রার্থী বাদশা মিয়া পেয়েছেন ১৮১৮ ভোট , কছুন্দি ইউপির আবুল কাশেম মোল্যা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রাথী বার্কি বিলাহ পেয়েছেন ১১১২ ভোট , বেরইল পলিতা ইউপির খন্দকার মহব্বত আলি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৮৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১১৭ ভোট, হাজীপুর ইউপির মোজাহারুল হক আখরোট নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৭৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কাসেম টিটব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৩১ ভোট ।

মাগুরা সদর ১২ ইউপিতে শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই